Khoborerchokh logo

গাজীপুরে পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ৫ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 367 0

Khoborerchokh logo

গাজীপুরে পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ৫ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

 আলমগীর কবীর:
রবিবার ১০ অক্টোম্বর২০২১ইংগাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থিত ইন্টারলিংক গ্রুপের ২টি প্রতিষ্ঠান ইন্টারলিংক ড্রেসেস ও ইন্টারলিংক এপারেলস গতরাত ১১টায় লে-অফের নোটিশ টানানোকে কেন্দ্র করে ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া থাকায় প্রায় ৫ ঘন্টা মহাসড়ক অবরোধসহ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা অবধি শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
ইন্টারলিংক ড্রেসেস এর কিছু পোশাক শ্রমিক উত্তেজিত হয়ে আশেপাশের কারখানায় ইট পাটকেল  নিক্ষেপ শুরু করে। এসময় পরিস্থিতি নিয়নন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে ইন্টারলিংক ড্রেসেস এর সামনে সড়ক খালি হলেও ইন্টারলিংক এপারেলস এর সামনে মহাসড়ক অবরোধ চলমান থাকে এবং ইন্টারলিংক ড্রেসেস বেশ কিছু শ্রমিক ইন্টারলিংক এপারেলসের আন্দোলনরত শ্রমিকদের অংশে এসে মহাসড়ক অবরোধে অংশ নেয়।
ইন্টারলিংক এপারেলসের ম্যানেজমেন্ট এর লোকজনকে মেট্রোপলিটন পুলিশ এর সহায়তায় কারখানায় উপস্থিত করা সম্ভব হলে ৫ ঘন্টার বেশি সময় ধরে চলা সমঝোতা মিটিং এ সিদ্ধান্ত মোতাবেক অত্র কারখানার লে-অফ প্রত্যাহার করা হয় এবং পরবর্তী নোটিশ না দেওয়া অবধি পূর্ণ বেতনে সাধারণ ছুটি  এবং সেপ্টেম্বর মাসের বেতন ১৯ অক্টোবর পরিশোধে মালিক পক্ষ রাজি হয়। 
একই গ্রুপের অপর প্রতিষ্ঠান ইন্টারলিংক ড্রেসেস এর জন্যও একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে মর্মে মালিক পক্ষ থেকে জানানো হয়।  
জেলা প্রশাসক,গাজীপুর মহোদয়ের প্রতিনিধি হিসেবে ওয়াসিউজ্জামান চৌধুরী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংকট নিরসনে ঘটনাস্থলে উপস্থিত ছিলন।
 
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষে জাকির হাসান,উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর),রেজোয়ান আহমেদ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) এবং মালেক খসরু খান,ওসি,বাসন থানা, শিল্প পুলিশ এর পক্ষে জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর পক্ষে মোতালেব মিয়া, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, বিজিএমইএ এর পক্ষে জনাব রফিক সংকট মোকাবেলায় জেলা প্রশাসন,গাজীপুর এর প্রতিনিধির সাথে সমন্বিত ভূমিকা রাখেন।
আরও উপস্থিত ছিলেন ২০টির অধিক শ্রমিক ফেডারেশনের নেতারা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com